ডার্ক মোড
Saturday, 26 July 2025
ePaper   
Logo
ভারতে পালানোর সময় শ্রমিক লীগের নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

ভারতে পালানোর সময় শ্রমিক লীগের নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

সুন্দরবন প্রতিনিধি

বাগেরহাট জেলা আওয়ামী লীগের জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মনি (৫৬)ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করেছেন।

২৪ জুলাই বৃহস্পতিবার সাড়ে ৬ টার সময় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাগেরহাট জেলার জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কে (পাসপোর্ট স্টাপলিস্ট থাকার কারণে) মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে।

খাঁন মনির হোসেন মনি,পিতাঃ মোঃ মসলেম আলী খাঁন গ্রামঃ নগর বাজার মেইন রোড, পোস্টঃ বাগেরহাট সদর থানা+জেলাঃ বাগেরহাট সদর। যার পাসপোর্ট নাম্বার (A01151173) গমনের সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করা হয়।

উক্ত ব্যক্তির নামে ০২ টি মামলা রয়েছে। বাগেরহাট সদর থানা ১। মামলা নম্বর- ২১ তারিখ ২২/১০/২০২৪ বিশেষ ক্ষমতা আইন ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩০৭/৩৮৬/৫০৬/১১৪ পেনার কেড ২। একই থানার মামলা নম্বর- ৩০ তারিখ ৩০/৯/২০২৪ ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩০৭/৩৮৬/৫০৬/১১৪ পেনাল কোড।

বেনাপোল ইমিগ্রেশন (ওসি) ইলিয়াছ হোসাইন মুস্নী জানান, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা আছে। সাথে বাগের হাট জেলা ডিআইও -১ এবং বাগের হাটের সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যাক্তির নামে ২টি মামলা আছে। তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুজছে। সে বর্তমানে পলাতক রয়েছে।

বেনাপোল পোর্ট থানা (ওসি) মো: রাসেল মিয়া বলেন, ২টি মামলার আসামি খাঁন মনির হোসেন মনিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাগেরহাট থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন