ডার্ক মোড
Saturday, 26 July 2025
ePaper   
Logo
পুতিন-জেলেনস্কির বৈঠক নিয়ে যা বললেন ট্রাম্প

পুতিন-জেলেনস্কির বৈঠক নিয়ে যা বললেন ট্রাম্প

বিশ্ব সংবাদ ডেস্ক 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি বৈঠকে বসবেন বলেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে, বৈঠকটি এতদিনেও না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। 

স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) হোয়াইট হাউস থেকে স্কটল্যান্ডের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় সাংবাদিকদের কাছে এ দুঃখ প্রকাশ করেন ট্রাম্প। 

এ সময় এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, (পুতিন ও জেলেনস্কির) বৈঠকটি বাস্তবায়িত হতে কী কী লাগবে- জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি হতে চলেছে, তবে এটি তিন মাস আগে হওয়া উচিত ছিল। এটি হতে চলেছে।’

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনের লক্ষ্যে চলমান আলোচনার অংশ হিসেবে তুরস্ক ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনকে ইস্তাম্বুলে একত্রিত করার জন্য কাজ করবে।

এরদোগান আরও বলেন, ‘এ সপ্তাহে, পুতিন এবং ট্রাম্পের সঙ্গে আলোচনা করে আমরা চেষ্টা করব যে আমরা ইস্তাম্বুলে এই নেতাদের একত্রিত করতে পারি কিনা।’

বুধবার মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনা করেছে। শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ উন্নয়নের জন্য পক্ষগুলো প্রস্তাব বিনিময় করেছে এবং কিয়েভ আগস্টের শেষে নেতাদের শীর্ষ সম্মেলনের প্রস্তাব করেছে। ক্রেমলিন বলেছে, পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠক কেবল একটি শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্যই সম্ভব।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন