
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে
নিজ্বস প্রতিনিধি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ আগস্টকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক ঘটনার স্মরণে দিনটি জাতীয়ভাবে উদযাপন করা হবে। গত বছরের জুলাই মাসজুড়ে চলা গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং তার সরকার পতনের ঘটনা ঘটে।
এ প্রেক্ষাপটে ব্যাংকিং কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় আর্থিক লেনদেন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন