
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বিএনপির পর্যালোচনা কমিটি
নিজ্বস প্রতিনিধি
নির্বাচন কমিশনের চলমান সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রমের প্রেক্ষাপটে বিএনপি এ বিষয়ে পর্যালোচনা ও দলের অবস্থান নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
রবিবার (৩ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. জাকারিয়া, সাবেক উপসচিব শামসুল আলম এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।
কমিটি নির্বাচন কমিশনের আসনসীমা-সংক্রান্ত সর্বশেষ সিদ্ধান্ত পর্যালোচনা করবে এবং দলকে প্রাসঙ্গিক সুপারিশ দেবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন