ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
২১ বার ফেল করেছিলেন সালমান মুক্তাদির

২১ বার ফেল করেছিলেন সালমান মুক্তাদির

 

বিনোদন ডেস্ক

 

 
 

দেশের কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সফল এক নাম সালমান মুক্তাদির। পড়াশোনায় কখনোই মনোযোগী ছিলেন না তিনি, যার কারণে সবসময়ই মনোযোগ ছিল ক্রিয়েটিভ কিছু করার দিকে।

 
 
 
 
আর সেই চিন্তা থেকেই ইউটিউব চ্যানেল খুলেন এবং কনটেন্ট ক্রিয়েট করতে শুরু করেন।

 

ভিন্নরকম চিন্তাধারার কনটেন্ট আর খোলামেলা কথাবলার কারণে সালমান মুক্তাদির তরুণদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন।

 
তবে তার শৈশবটা ছিল অন্যরকম। তিনি কখনোই প্রথম সারির ছাত্র ছিলেন; বরং ছিলেন ‘দুষ্টু ছেলে’।
 
তাকে স্কুল বদলাতে হয়েছে অনেকবার।

 

জানা যায়, ১২টি স্কুলে পড়েছেন সালমান মুক্তাদির।

 
আর নবম ও দশম শ্রেণিতে বিভিন্ন পরীক্ষায় ফেল (অকৃতকার্য) হয়েছেন ২১ বার!

 

এখানেই থামেননি, এইচএসসিতেও দুই বছরে হিসাববিজ্ঞানে অকৃতকার্য হয়েছেন দুইবার! সালমানের ভাষ্যে, ‘টেনেটুনে পাস করাটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। ’

যখন অনলাইন কনটেন্ট অনেকের কাছে ‘অবাস্তব’ স্বপ্ন, সেই ২০১২ সালে নিজের নোকিয়া এন৯৫ দিয়ে গিটার বাজিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলেন সালমান। ইউটিউব চ্যানেলের নাম দিলেন ‘সালমান দ্য ব্রাউনফিশ’।  

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন