
২১ বার ফেল করেছিলেন সালমান মুক্তাদির
বিনোদন ডেস্ক
দেশের কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সফল এক নাম সালমান মুক্তাদির। পড়াশোনায় কখনোই মনোযোগী ছিলেন না তিনি, যার কারণে সবসময়ই মনোযোগ ছিল ক্রিয়েটিভ কিছু করার দিকে।
ভিন্নরকম চিন্তাধারার কনটেন্ট আর খোলামেলা কথাবলার কারণে সালমান মুক্তাদির তরুণদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন।
জানা যায়, ১২টি স্কুলে পড়েছেন সালমান মুক্তাদির।
এখানেই থামেননি, এইচএসসিতেও দুই বছরে হিসাববিজ্ঞানে অকৃতকার্য হয়েছেন দুইবার! সালমানের ভাষ্যে, ‘টেনেটুনে পাস করাটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। ’
যখন অনলাইন কনটেন্ট অনেকের কাছে ‘অবাস্তব’ স্বপ্ন, সেই ২০১২ সালে নিজের নোকিয়া এন৯৫ দিয়ে গিটার বাজিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলেন সালমান। ইউটিউব চ্যানেলের নাম দিলেন ‘সালমান দ্য ব্রাউনফিশ’।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন