
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছে রোমান্টিক প্রেমের নাটক ‘প্রিয় ফুল তুমি
বিনোদন প্রতিনিধি
এক কথায় বলুনতো আপনার প্রিয় ফুল কি আরেকটু ঘুরিয়ে বলি আপনার প্রিয় ফুল কে? ভালো লাগার মানুষের নামটা যদি হয় আপনারই প্রিয় ফুল বলুন তো কেমন লাগবে? আপনার মুঠোফোনের স্ক্রিনে ভেসে উঠবে প্রিয় ফুলের নামের সঙ্গে স্নিগ্ধ একটা আবেশ,,, যাতে মোহিত হয়ে থাকে আবির!!
হ্যাঁ আবির জুঁইয়ের প্রেম যে মত্ত, জুঁইয়ের ভালোবাসার আবেশে যে সিক্ত। আর জুঁই যে কিনা মান রেখেছে ফুলটির। শুভ্র সাদা ফুলটির মত তার স্বভাবটাও যে কোমল, সেও যে প্রাণচনচন!! কিন্তু কলেজ পড়ুয়া জুঁই যে মন দিয়ে বসেছে তারই মামাতো ভাই আবিরকে! ভালোবাসায় এক সুতোতে গাঁথা দুটো প্রাণের পারিবারিক নানা সমালোচনা সামাজিক রক্ত চক্ষু উপেক্ষা করে ভালোবাসা জয়ের গল্পের কারিগর।
হ্যাঁ এমনই একটি ভালো লাগার আবেশে আটকে রাখা নাটক আবির আর জুঁইয়ের ভালোবাসা নিয়ে ছুটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার নাম ‘প্রিয় ফুল তুমি’। পরিচালনা করেছেন রহিম সুমন। সুন্দর রোমান্টিক আর পারিবারিক আবহের গল্পে জুঁইয়ের চরিত্রটি দারুনভাবে দর্শকের সামনে তুলে ধরেছেন হাল আমলের দর্শক প্রিয় অভিনেত্রী ও মডেল মাফতুহা জান্নাত জিম।
সম্প্রতি ছোট পর্দার প্রিয় মুখ তিনি। এরই মধ্য দর্শকের নজরকাড়া জিমের জনপ্রিয় নাটক দোষটা কার, প্রথম হারালো মন, জনপ্রিয় টিভি সিরিজ যত্ন ইত্যাদি ব্যাপক সাড়া ফেলেছে। আর আবিরের চরিত্রে থাকা পার্থ শেখের জনপ্রিয়তার পালেও আছে দর্শকদের আশির্বাদের হাওয়া। পার্থ শেখ এর মধ্যে নাটক অনুতপ্ত, শেষ পাতার গল্প, তোমার গল্পে আমি ইত্যাদি দিয়ে আলোচনায় এসেছেন।
জিম বলেন, নাটকটিতে অভিনয়ের সময় শুরুতে একটু কঠিন মনে হলেও পরে মানিয়ে নিয়েছি, রোমান্টিক চরিত্র আমার ভালো লাগে। দর্শকদের কাছ থেকে সাড়া পাওয়ায় আত্মবিশ্বাসটা বহুগুণ বেড়ে গেছে বলে জানান তিনি। আগামীতে আরো ভালো করার আশায় দর্শকদের দোয়া চান জিম। জিমের আরও নতুন কিছু নাটক শীঘ্রই টিভি চ্যানেল ও ইউটিউবে মুক্তি পাবে বলেন এই মডেল ও অভিনেতা।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন