
সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে জলাবদ্ধতা নিরশনে রাস্তাঘাট-ড্রেনেজ সমস্যার প্রতিবাদে মানববন্ধন
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা
সাতক্ষীরা প্রথম শ্রেণির পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ও নাগরিক অব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরশনে রাস্তাঘাট-ড্রেনেজ সমস্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ জুলাই) বিকালে পৌরসভার ৭ নং ওয়ার্ড বাইপাস সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে রাস্তাঘাটের বেহাল দশা, ভাঙা ড্রেন ও চরম জলাবদ্ধতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। ৭নং ওয়ার্ড বাসীর আয়োজনে ইটাগাছার বাসিন্দা মোঃ শফিউর রহমান শফি সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, খড়িবিলা গ্রামের মোঃ রবিউল ইসলাম, মোঃ আমের আলী, রইছপুর গ্রামের মোঃ মোশাররফ হোসেন, ইটাগাছা পূর্বপাড়ার মোঃ আসাদুল ইসলাম বাবু, ইটাগাছা পশ্চিম পাড়ার আসাদুজ্জামান পিয়াল সহ স্থানীয় বাসিন্দা, সমাজকর্মী ও ভুক্তভোগী নাগরিকরা।
তাঁরা বলেন, “আমাদের ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কোনো উন্নয়ন হয়নি। বর্ষা এলেই ঘরবাড়িতে পানি উঠে যায়, রাস্তায় দুই থেকে আড়াই ফুট পানি বেধে যায়।ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, পানির লাইন নেই অথচ আমরা পৌরসভার করদাতা। এছাড়াও বক্তারা আরো বলেন, জিরো পয়েন্ট থেকে মেডিকেল কলেজ সম্মুখ পর্যন্ত বাইপাস সড়কের দুই ধারে সড়ক বিভাগের যে জায়গা আছে সেটি উন্মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান। এছাড়াও ৭নং ওয়ার্ডের মধ্যে দুটি খাল আছে যে খাল দুটির সংস্কার করে সুইজগেটের জোর দাবি জানান।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে নতুন ড্রেনেজ ব্যবস্থা স্থাপন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারে জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন