
লালমনিরহাটের পৌর শিশু নিকেতন টি নানা সমস্যায় জর্জরিত কোমলমতি শিশুদের ভবিষ্যত অনিশ্চিত
মোঃ লাভলু শেখ, লালমনিরহাট
হতদরিদ্র পরিবারের ছাত্র ও ছাত্রীরা খাতা কলমের অভাবে ভোগছে।
লালমনিরহাটের পৌর শিশু নিকেতন বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। কোমলমতি শিশুদের ভবিষ্যত অনিশ্চিত।
জানা গেছে, লালমনিরহাট পৌরসভাধীন সাপটানা আবাসন ১ ও ২ এ ভূমিহীন ৩২০ টি পরিবার ২০১০ সাল থেকে আবাসনের ঘর বরাদ্দ পাওয়ার পর থেকে বসবাস করে আসছে। কিন্তু আবাসন থেকে শহর প্রায় ৫ কিলোমিটার দুরত্ব হওয়ায়। কোমলমতি শিশুদের ভবিষ্যত চিন্তা করে, পৌর শিশু নিকেতন বিদ্যালয়টি ২০১০ সালেই স্থাপিত হওয়ার পর থেকেই মোছাঃ আসমানী বেগম নামের একজন শিক্ষিকা শিক্ষাদান চালিয়ে আসছেন। ২ টি আবাসনের ৩২০ টি পরিবারের প্রায় ১ শত জন শিশু থাকলেও। ওই বিদ্যালয়ে বর্তমান ৪০ জন অধ্যায়নরত রয়েছে। প্রায় ৬০ জন শিশু পোশাক ও খাতা কলম কিনে নেওয়ার অভাবে তারা লেখা পড়া থেকে বঞ্চিত। ওই শিশুরা ভূমিহীন ও হতদরিদ্র পরিবারের।
শিক্ষিকা মোছাঃ আসমানী বেগম জানান, ২০১০ সাল থেকে ৫ হাজার টাকা বেতনে। বিদ্যালয়টির ছাত্র ও ছাত্রীদের পাঠদান চালিয়ে আসলেও তার বেতন বাড়ানোর ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। আবাসনের হতদরিদ্র শিশুদের ভবিষ্যত উন্নয়নে সাপটানার ওই এলাকায় প্রাথমিক বিদ্যালয় চালু করা জরুরি হয়ে পড়েছে।
বর্তমানে ১ কক্ষ বিশিষ্ট বিদ্যালয়টিতে কমন রুম, বাথ রুম, শ্রেণি কক্ষ ও অফিস কক্ষ না থাকায়। নানা সমস্যায় জর্জরিত। অভিভাবক, এলাকাবাসী ও ছাত্র এবং ছাত্রীরা জানান, শুরু থেকে বিদ্যালয়টির বাথরুম ও বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল না থাকায়। চরম বিপাকে পড়েছে সংশ্লিষ্ঠরা।
ওই বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, তাদের হাতের লেখাসহ লেখা পড়ার মান ভালো। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে। হতদরিদ্র পরিবারের কোমলমতি শিশুদের ভবিষ্যত অনিশ্চিত।
বিদ্যালয়ের নানা সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।