ডার্ক মোড
Friday, 18 April 2025
ePaper   
Logo
রাজশাহীতে জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত হয়েছে

রাজশাহীতে জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত হয়েছে

 

শাহিনুর রহমান সোনা, রাজশাহী:
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেব রাজশাহীতে জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত হয়েছে। এর আওয়তায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচীর পালন করেন অংশগ্রহনকারীরা।  
 
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ এপ্রিল)  সকাল ১০ টায় বরেন্দ্র ইয়্যুথ ফোরাম ও বারসিক নামের যুবসংগঠন নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচীর আয়োজন করে। এতে নগরীর সাংবাদিক, শিক্ষক, তরুণযুবাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন। এ সময় ব্যানার ও প্লাকার্ডে লিখে জলবায়ুর পরিবর্তনের নানা দিক তুলে ধরেন আয়োজকরা । পাশাপাশি সমতলের খরা ও জলবায়ুর ফলে কৃষি বিপর্যয়সহ নানা ভাবে আক্রান্ত মানুষের ক্ষতিপুরণের দাবি করেন তারা। মানববন্ধন থেকে বক্তারা উত্তরাঞ্চলের খরায় ক্ষতিগ্রস্থ কৃষকের জন্য আলাদা তহবিল গঠন, খরা ভাতা বা প্রণোদনা বৃদ্ধির দাবি করেন। একই সাথে দেশের দক্ষিণাঞ্চলের পাশাপাশি উত্তরের জলবায়ু পরিবর্তনের বিষয়টি ও বিশ্বদরবারে তুলে ধররার দাবি করেন তারা। প্রায় ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচী থেকে জলবায়ুর পরিবর্তন প্রতিরোধে বৃক্ষরোপন কর্মসূচী এবং গৃহায়ণ পরিকল্পনায় সবুজকে গুরুত্ব দেবার দাবি করেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন