
মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে সোমবার প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২ টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা, শ্রীপুর থানা পুলিশ ও র্যাব-১০ এর সমন্বয়ে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বাগড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ২শত পিছ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাল শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কর্তৃক শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।