
মুকসুদপুরে ১০৫পিস ইয়াবাসহ রাবিয়া নামে মাদক ব্যবসায়ীকে আটক
কাজী ওহিদ-মুকসুদপুর (গোপালগঞ্জ)
মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের গোপ্তারগাতী গ্রামের রাবিয়া আক্তার (৩২) নামে এক মাদক ব্যবসায়ী ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে,গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের গোপ্তারগাতী গ্রামের মেহেদী শিকদারের স্ত্রী রাবিয়া আক্তার দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে একটি পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ২ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২ টায় রাবিয়া আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করেছেন।
রাবিয়া আক্তার বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা নিজ দখলে সংরক্ষণ করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে ২০১৮ সনের ৯ (১) এর (খ) ধারা ভঙ্গ করে একই আইনের ৩৬ (১) সারনির ত্রুমিক এর ১০ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আসামীর বিরুদ্ধ মুকসুদপুর থানায় একটি মামলা রুজু হয়েছে।