ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
বামনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে মানববন্ধন

বামনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে মানববন্ধন

বামনা (বরগুনা) প্রতিনিধি

বৈষম্য দূর করনে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংস্কার কমিশন কমিটি গঠনের দাবিতে স্মারক লিপি পেস্ট ও মানববন্ধন করা হয়েছে বরগুনার বামনায়।

আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় বামনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে উপজেলার সকল বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ গ্রহন করেন।

মঙ্গলবার সকাল দশ টায় বামনা প্রেসক্লাবের সামনে বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে, প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন চলে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, দেশের মানুষ গড়ার কারিগররা আজ অবহেলিত, নিস্ফেশিত। যে শিক্ষকরা একজন প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর, তাদের ১২ তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে। যা আমাদের জন্য লজ্জার। তাই ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের অনুগ্রহ কামনা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন