ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
কাউখালীতে মোবাইলে পাবজি গেম খেলায় ৭ শিক্ষার্থী আটক, মুচলেকা নিয়ে ছাড়

কাউখালীতে মোবাইলে পাবজি গেম খেলায় ৭ শিক্ষার্থী আটক, মুচলেকা নিয়ে ছাড়

 
পিরোজপুর প্রতিনিধি 
পিরোজপুরের কাউখালীতে মোবাইলে অনলাইন পাবজি গেম খেলা অবস্থায় আসক্ত ৭ শিক্ষার্থীকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদেরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
 
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে দশ টার দিকে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে থেকে তাদেরকে পুলিশ আটক করে। 
 
পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার  রাত সাড়ে দশ টার দিকে কৃষি ব্যাংক সড়কের ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সিঁড়ির উপরে বসে মোবাইলে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলারত অবস্থায় ৭ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। পরে প্রত্যেকের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ওই শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশ।
 
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অঙ্গীকারনামা নিয়ে আটক শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন