ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
বামনায় বিষখালী থেকে ভাসমান লাশ উদ্ধার

বামনায় বিষখালী থেকে ভাসমান লাশ উদ্ধার

 

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা

বরগুনার বামনা উপজেলার ০৩ নং রামনা ইউনিয়নের রামনা লঞ্চঘাট সংলগ্ন এলাকার শরীফ বাড়ির সামনে বিষখালী নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করেছে বামনা থানা পুলিশ।

উদ্ধারকৃত লাশের নাম: সন্তোষ চন্দ্র বাড়িক (৭৮)। তিনি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের মৃত ধন্যবাদ সুরেন চন্দ্র বাড়িকের পুত্র। 

ঘটনার বিবরণে জানা যায় সন্তোষ চন্দ্র বাড়িক গত ১০-০৮-২০২৫ ইং তারিখ হইতে নিখোঁজ হলে এ বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। পরিবারের ভাষ্যমতে তিনি বার্ধক্যজনিত কারণে ভারসাম্যহীন ছিল।

বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ হাওলাদার জানান  গতকাল  মঙ্গলবার ১২ আগস্ট সাড়ে চারটায় লাশের খবর পেয়ে সঙ্গীও ফোর্স পাঠিয়ে সন্তোষ চন্দ্র বারিক নামে এক ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার  করা হয় । এ বিষয়ে একটি অপ-মৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং লাশ বরগুনা মর্গে পাঠিয়ে পোস্টমার্টম করে আইন অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন