ডার্ক মোড
Wednesday, 02 July 2025
ePaper   
Logo
বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে নিহত— ১,আহত— ২

বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে নিহত— ১,আহত— ২

সোহেল কান্তি নাথ, বান্দরবান

বান্দরবানে রুমায় যাত্রীবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে লালকাপ এল বম (৪০) নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে জিংপেক কিম বম (৪৫) ও ভান থোয়াল জোয়াল বম (৩৫) নামে দুই নারী। সোমবার (২৬ মে) সন্ধ্যায় রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লালকাপ এল বম পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মূয়ালপি পাড়া জুয়াম বমের ছেলে। আহতরাও একই এলাকার বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, রুমা সদর থেকে সাপ্তাহিক বাজার শেষে চাঁদের গাড়ীতে ১০ জন যাত্রী নিয়ে মুয়ালপি পাড়ার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে গাড়ীটি মুয়ালপি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি উল্টে যায়। এসময় গাড়িতে থাকা লালকাপ এল বম ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুত্বর আহত হয় আরো দুজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, যাত্রীবাহী একটি জীপ গাড়ী উল্টে একজন নিহত হয়েছে,আহত হয়েছে আরো দুজন। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তি লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন