
বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বগা ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের সামনে বাউফল-বরিশাল মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন বাউফল সরকারি কলেজ, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ, বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ। এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী কাওসার হোসেন, বাউফল সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জিসান, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সিথিলা আক্তার, কারিগরি শাখার শিক্ষার্থী মো. রাব্বি ও আবেদুল ইসলাম আবিদ প্রমুখ। শিক্ষার্থী কাওসার হোসেন বলেন, “এক মাসে অন্তত ১৫ বার দুর্ঘটনার কবলে পড়েছে চেয়ারম্যান পরিবহন। এতে বহু হতাহতের ঘটনা ঘটলেও কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।” স্থানীয়দের পক্ষে কাজী মো. ইলিয়াস হোসেন অভিযোগ করেন, “ঢাকা-বাউফলগামী চেয়ারম্যান পরিবহনসহ অনেক গাড়ি প্রশিক্ষণবিহীন চালকের হাতে চলছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, কেউ পঙ্গুত্ব বরণ করছে। আমরা এই পরিবহন আর সড়কে দেখতে চাই না।” মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দূরপাল্লার যাত্রীবাহী বাস, মিনি বাস ও ট্রাক চালকদের বৈধ লাইসেন্স আছে কিনা তা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা করেন।