ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
ফুলবাড়ীতে দুর্যোগে জরুরী পরিস্থিতিতে নারী-বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ

ফুলবাড়ীতে দুর্যোগে জরুরী পরিস্থিতিতে নারী-বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী (কুড়িগ্রাম) 


ফুলবাড়ীতে দুর্যোগে জরুরী পরিস্থিতিতে নারী-বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৯ জুলাই সকাল এগারেটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অফিসার্স ক্লাবে উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এক্টিভিস্টা কুড়িগ্রামের বাস্তবায়নে, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় দুর্যোগে জরুরী পরিস্থিতিতে নারী-বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, ভলান্টিয়ার, ইমাম, শিক্ষক, স্কাউটস প্রতিনিধি ও এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য, ইন্সপিরেটর সিদরাতুল মুনতাহা সহ অনেকে।

এতে বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসান লিখন,ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স ফুলবাড়ী এর ইনচার্জ মোঃ মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, শাহ বাজার মাদ্রাসা এর সাবেক অধ্যক্ষ আবুল কাশেম সরকার, একশনএইড বাংলাদেশ- এর পার্টনারশীপ এন্ড প্রোগ্রাম এর ডেপুটি ম্যানেজার এমডি. আরিফ সিদ্দিকী, এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য জাহিন আলী রাতুল ও সিমা খাতুন।
 
সভায় এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য আশ্রয়কেন্দ্রগুলো লিঙ্গভিত্তিক সহিংসতামুক্ত এবং নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে নিম্নোক্ত দাবীসমূহ তুলে ধরেন-
১। আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি পূন:গঠন করা এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা।
২। স্বেচ্ছাসেবক টিম গঠন করা এবং প্রশিক্ষণ এর ব্যবস্থা করা।
৩। কেন্দ্রের সার্বিক কার্যক্রম তদারকি করার জন্য একটি মনিটরিং সেল গঠন করা ও মোবাইল নম্বর ওয়ালে অংকন নিশ্চিত করা।
৪। আশ্রয়কেন্দ্রে জরুরী ফোন নম্বরসমূহ ও জাতীয় হেল্প লাইন নম্বরগুলো ওয়ালে দৃশ্যমান রাখা।
৫। আশ্রয়কেন্দ্রে ফাস্ট এইড বক্স এর ব্যবস্থা করা।
৬। আশ্রয়কেন্দ্রে মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন করা।
৭। ডিগনিটি কীট বক্স স্থাপন করা।
৮। একটি তালাবদ্ধ মতামত বক্স স্থাপন করা এবং নিয়মিত মনিটরিং করা।
৯। নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি টিউবওয়েল স্থাপন করা।
১০। আশ্রয়কেন্দ্রে যাতায়াতের রাস্তা মেরামত করা ও গাছ লাগানো।
১১। আশ্রয়কেন্দ্রের অবকাঠামোর ভাঙ্গনরোধ ও  জীববৈচিত্র্য রক্ষায় ভবনের চারদিক ও মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন