ডার্ক মোড
Wednesday, 02 July 2025
ePaper   
Logo
পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত-১, আহত-৩৬

পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত-১, আহত-৩৬

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-নাজিরপুর সড়কের ব্রাহ্মণকাঠী এলাকায় একটি ইজিবাইকের সাথে বিয়ের বাসের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 শুক্রবার (২৭ জুন) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহত আব্দুল হান্নান হাওলাদার পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ে পক্ষের স্বজনরা দূর্গাপুর চুঙ্গাপাশায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে বাসটির সংঘর্ষে বাস রাস্তার উপর উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। 
জেলা সিভিল সার্জন মতিউর রহমান বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এ ঘটনায় আমরা ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
 ‎সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, একটি বিয়ের গাড়ি ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় আশপাশের উপজেলা গুলোর এম্বুলেন্স গুলো জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন