ডার্ক মোড
Saturday, 19 July 2025
ePaper   
Logo
পরশুরামে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ৫৫ স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন

পরশুরামে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ৫৫ স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন

ফেনী প্রতিনিধি 


ফেনীর পরশুরামে মুহুরী কুহুয়া ও সিলোনিয়া নদীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণসহ ৫ দফা দাবি জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার (১৫ জুলাই ) পরশুরাম উপজেলা গেটের সামনে পরশুরাম-ফেনী প্রধান সড়কে সকাল ১১ টা সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন  পরশুরামের ও ফুলগাজী প্রায় ৫৫টির অধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এছাড়া অতীতে মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ নির্মাণে কাজে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দায়ী করেছেন বক্তারা। তারা সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের অনেক অনিয়মের কথা অভিযোগ করেছেন। প্রতিবছর মুহুরী কহুয়া ও সিলোনিয়া বেড়িবাঁধ ভাঙ্গে পানি উন্নয়ন বোর্ডের দায়সারা বেড়িবাঁধ নির্মাণ না করে সেনাবাহিনীর মাধ্যমে বেরিবাঁধ নির্মাণে জোর দাবি জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি  বন্যা নিয়ন্ত্রণ বাদ নির্মাণে প্রত্যেক বছর বরাদ্দ আসে হাজার কোটি টাকা সেই বরাদ্দের টাকা নয় ছয় করে দায়সারা বেরিবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারেরা। ফলে প্রতিবছরই বন্যাতে ঘরবাড়ী, ফুল কালভার্ট, ফসলি জমি ও পুকুরসহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় উপজেলার বাসিন্দারা।

সম্প্রতি মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙ্গনে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৩১টি স্থানের বেড়িবাঁধ ভেঙ্গে যায়। বন্যার পানিতে ৩০ টিরও বেশি গ্রাম প্লাবিত হয় ও লক্ষাধিক মানুষ পানিপন্দি হয়ে পড়ে। ২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুসে ওঠে মানুষ।

পরশুরামের সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ও সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ইমাম হোসেন সজীবের সভাপতিত্বে মানববন্ধনে বন্যায় ক্ষতিগ্রস্তরাসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মানববন্ধনে পাঁচটি দাবি জানিয়েছে মানববন্ধনের অংশ নেয়া ৫৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

প্রথম দাবিটি পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অতিশীঘ্রই বাস্তবায়ন করে সেনাবাহিনীর মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ কাজ করতে হবে। দ্বিতীয় দাবি ফেনী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কে অপসারণ ও শাস্তির আওতায় আনতে হবে। তৃতীয় দাবী পানি উন্নয়ন বোর্ডের প্রতি মাসে গণশুনানিতে স্থানীয় বাসিন্দা ও আপামর জনতাদের সাথে রাখতে হবে। চতুর্থ দাবী নতুন বাধ নির্মাণ ও খাল খরণের কার্যকর পদক্ষেপ নিতে হবে। পঞ্চম দাবিটি সম্প্রতি বাঁধ নির্মাণের সাথে সংশ্লিষ্ট  ঠিকাদার সহ এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পশ্চিম অলকায় মূহুরী নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে ঘর হারা মাসুম চৌধুরী, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান,  স্বেচ্ছাসেবী সংগঠক শাসুল আলম শাকিল, মো মোস্তফা, কাজী ইউছুফ বাপ্পি, হাকিম আলী জয়, চৌধুরী রাকিব, এনামুল করিম আজাদ, মাওলানা মোহাম্মদ আবু তাহের ভূঁঞা, মো নাঈম,মো ইউনুছ, শাহিদুল আফসার,আবদুল কাদের,আবু হানিফ হেলাল প্রমুখ।
এ সময় উক্ত মানববন্ধনে পরশুরাম উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণীর পেশার মানুষ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন