
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে জকিগঞ্জে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত। শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩ ঘটিকার সময় জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন জুবের আহমদ,লিমন আহমদ, রাসেল আহমদ, মিনহাজুল আবেদীন, ইমরান আহমদ, ফরহাদ আহমদসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা হলেন, আজিজ আহমদ, হাকি আহমদ ও নাঈম হাসান। ম্যারাথনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ম্যারাথনে অংশগ্রহণকারী কলেজশিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আন্দোলনের মাধ্যমে ছাত্র ও সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যে আশা নিয়ে যুদ্ধ করেছে সেটি যেন বিনষ্ট না হয়। আমরা জুলাইকে ধারণ করে এবং জুলাইকে সামনে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই। সকল বৈষম্য পেছনে ফেলে আগামীর বাংলাদেশ সুখী ও সমৃদ্ধি হোক এটাই আমাদের প্রত্যাশা।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মাহবুবুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আমরা মাসব্যাপী বিভিন্ন আয়োজন করছি। এরই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এই প্রতীকী ম্যারাথনের আয়োজন। যেখানে বিভিন্ন বয়সের মানুষ মনের ভেতরে একধরনের জাগরণ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। নিজেদের তাগিদ থেকেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাইয়ে সাহসী ভূমিকা রেখে যুদ্ধ করেছিলেন এ দেশের মানুষ। সেই যুদ্ধে যারা শহীদ ও আহত হয়েছেন তাদেরকে সামনে রেখে আমাদের আগামীর পথ চলতে হবে।