ডার্ক মোড
Sunday, 03 August 2025
ePaper   
Logo
পবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনায় নতুন নেতৃত্ব: সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ড. সগিরুল ইসলাম মজুমদার

পবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনায় নতুন নেতৃত্ব: সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ড. সগিরুল ইসলাম মজুমদার

  পটুয়াখালী প্রতিনিধি 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও তরুণ কৃষি বিজ্ঞানী ড. মো. সগিরুল ইসলাম মজুমদারকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

রবিবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মজুমদার এ দায়িত্ব পালন করবেন এবং পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া, প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করবে বলেও আদেশে উল্লেখ রয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ড. সগিরুল ইসলাম মজুমদার বলেন—
“আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ধন্য পবিপ্রবির বর্তমান প্রশাসনের প্রতি। আমার একাডেমিক কৃতিত্ব, সততা ও দায়বদ্ধতাকে মূল্যায়ন করে যে গুরুদায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার কাঁধে অর্পণ করেছে, তা আমি সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে পালনে অঙ্গীকারবদ্ধ।”

ড. মজুমদার শুধুমাত্র একজন কৃষি বিজ্ঞানী নন, তিনি একজন মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষাবিদ হিসেবেও পরিচিত। শিক্ষার্থীদের নৈতিকতা গঠন, মানসিক উৎকর্ষ, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার পরিকল্পনায় তার আগ্রহ ও কার্যকর ভূমিকা রয়েছে—এমনটাই মনে করেন তার সহকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মহলে ধারণা করা হচ্ছে, এই তরুণ ও উদ্যমী শিক্ষকের হাতে দায়িত্ব গেলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখায় নতুন গতি ও প্রাণ সঞ্চারিত হবে। শিক্ষার্থীদের মনোজগতে আস্থা ও আশার বাতিঘর হয়ে উঠবেন ড. মজুমদার,এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন