
পত্নীতলায় নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন : নেতৃত্বে মামুন-শাহিন
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন- ২০২৫ এক যুগ পেরিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মামুন হোসেন ও সাধারণ সম্পাদক পদে বায়োজিত রায়হান শাহিন নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক দুটি পদে এ.জেড মিজান ও আবদুল্লাহ আল মাসুম প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
রোববার (২০ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার নজিপুর পাবলিক মাঠে সম্মেলন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে এ ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে সকাল ১০ টা থেকে নজিপুর পৌর বিএনপির নতুন নেতত্ব গঠনের লক্ষ্যে নজিপুর পাবলিক মাঠে কাউন্সিলর প্রতিনিধিদের অংশগ্রহণে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ চলে বেলা ৩ টা পর্যন্ত।
নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মামুন হোসেন ও শাহিনুর রহমান (হেনা) প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে বায়োজিত রায়হান শাহিন ও জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া সাংগঠনিক দুটি পদে এজেড মিজান, আবদুল্লাহ আল মাসুম, সাবুউল আলম ও রায়হানুল কবির প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে নজিপুর পৌর এলাকার ৯ টি ওয়ার্ড বিএনপির মোট ৬শ ১৮ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫শ ৮১ জন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমিনুল ইসলাম চঞ্চল।
উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে সম্মেলনের মাধ্যমে নজিপুর পৌর বিএনপির সর্বশেষ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।