ডার্ক মোড
Wednesday, 23 July 2025
ePaper   
Logo
এনসিপি ক্ষমা না চাইলে ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে নাঃছাত্রদল নেতা সোহাগ নুর

এনসিপি ক্ষমা না চাইলে ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে নাঃছাত্রদল নেতা সোহাগ নুর

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর করা মন্তব্যকে ঘিরে হুশিয়ারি দিয়েছেন সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো.সোহাগ নূর।
আওয়ামীলীগ ও নিষিদ্ব ঘোষিত ছাত্রলীগ আহুত রবিবার সকালে সন্ধ্যা হরতালের প্রতিবাদে,(২০ জুলাই) রবিবার সোনাগাজী জিরো পয়েন্টে আয়োজিত বি/ক্ষো/ভ মিছিল শেষে সমাবেশে তিনি এ হুশিয়ারি দেন। এ সময় তিনি বলেন- নাসির উদ্দিন পাটোয়ারী আমার থেকেও বয়সে ছোট। কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, গুম হওয়া নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপির কক্সবাজারের পথসভায় তার বক্তব্য অত্যন্ত ঘৃণিত ছিল।আমরা এর নিন্দা জানাই।এই বক্তব্যের জন্য যদি এনসিপি ক্ষমা না চায়, সোমবার ফেনীতে আয়োজিত এনসিপির পথসভায় তাদেরকে প্রবেশ করতে দেয়া হবেনা।তিনি আরো বলেন,এদেশ জাতীয়তাবাদীর দেশ, এদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ, বেগম খালেদা জিয়ার ও তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশ।এদেশে থাকতে হলে তাদেরকে সন্মান দিয়ে থাকতে হবে।আমরা কখনো শান্তি বিনষ্ট করতে চাইনা, সন্ত্রাস করতে চাইনা।
এর আগে ছাত্রদল নেতা সোহাগ তার বক্তব্যে আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, শান্তিপূর্ণ সোনাগাজীতে হরতালের নামে আপনারা কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা অপতৎপরতা চালালে তা ছাত্রদল কঠোরভাবে রুখে দিবে বলে তিনি হুশিয়ার করেন।
 
উল্লেখ্য: দেশব্যাপী পথসভার অংশ হিসেবে ফেনীতে আজ (সোমবার) পথসভা করার কথা রয়েছে এনসিপির। শহরের ট্রাংক রোডস্থ ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি পথসভা শেষ মহিপালে আরেকটি পথসভা করার পরিকল্পনা রয়েছে দলটির।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন