ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যেগে গছানী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশবাড়িয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মো. নুরুল আমিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মো. শাহ আলম। 
বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলার আমীর এম. লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাঁশবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলা শাখার বাইতুলমাল সাধারণ সম্পাদক মাওলানা মো. রেদওয়ান সহ উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- স্বাধীনতার ৫৪ বছরের আমরা স্বাধীনতার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমরা নিরলস ভাবে জামায়াতে ইসলামী  কাজ করতে আগ্রহী। আগামী নির্বাচনের আমরা বিজয় অর্জন করতে পারবো। ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত দিতে হবে এবং ভোট প্রার্থনা করতে হবে। বিগত বছরগুলোতে আমরা কোন কথা বলার সুযোগ পাইনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন