
নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা মাছ ধারার ট্রলারসহ ১৪ জন জেলেকে উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা মাছ ধারার ট্রলারসহ ১৪ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ,শনিবার (১৯ জুলাই) 'এফবি জামিলা' নামক ফিশিং ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে ১৪ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন যাবৎ সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ২৪ জুলাই বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় উক্ত ট্রলারের জেলেগণ জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক উদ্ধার অভিযান পরিচালনা করে নোয়াখালীর হাতিয়া থানাধীন গাঙ্গুরীয়া সমুদ্র এলাকা হতে ১৪ জন জেলেসহ মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেসহ মাছ ধারার ট্রলারটি নলচিড়ার সূর্যমূখী ঘাটে নিরাপদে পৌঁছে দেওয়া হয় এবং ১ জন অসুস্থ জেলেকে কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।