
নীলফামারীতে তারুণ্যের এস এস সি মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি
জাগছে তরুন গড়বে দেশ,বাংলাদেশ বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তারুণ্যের জলঢাকার এস এস সি মেধা অন্বেষণ পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
শনিবার সকালে তারুণ্যের জলঢাকার উদ্যোগে সরকারী কলেজে এ তারুণ্যের এস এস সি মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে মেধা অন্বেষণ পরীক্ষা শেষে তারুণ্যের জলঢাকা কর্তৃক পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান রিমন, ক্রীড়া সংগঠন আলমগীর হোসেন,আসিফ ইকবাল সাজু, বক্তব্য রাখেন শিক্ষার্থী সাজিদা শারমিন পিংকি, আবু সাইদ শাকিল,আব্দুল আলিম, ইকবাল জিহাদ,প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।