ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
নারায়ণগঞ্জ ডিক্রিরচরে কোস্ট গার্ড,  ফায়ার সার্ভিসের ডুবুরীদল কর্তৃক নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ ডিক্রিরচরে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরীদল কর্তৃক নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেড, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ ডিক্রিরচরে বুধবার কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল কর্তৃক নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , বুধবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ ডিক্রিরচর ফেরীঘাট সংলগ্ন এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১০) নামক শিশু নিখোঁজ হয়। বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় লোকজন তথ্যটি কোস্ট গার্ডকে অবহিত করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি উদ্ধারকারী দল অতি দ্রুত উক্ত এলাকায় গমন করে “সার্চ এন্ড রেসকিউ” অপারেশান পরিচালনা করে। পরবর্তীতে আজ ১৪ আগস্ট ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল কর্তৃক শিশুটির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন