ডার্ক মোড
Thursday, 21 August 2025
ePaper   
Logo
দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতি চূড়ান্ত করে তবেই নির্বাচন দিন: চরমোনাই পীর

দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতি চূড়ান্ত করে তবেই নির্বাচন দিন: চরমোনাই পীর

ফেনী প্রতিনিধি 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার, ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিকে চূড়ান্ত করেই নির্বাচনের কথা ভাববেন।

তিনি বলেন, ‘আজ ইসলামপন্থীরা এক হয়েছে। আশা রাখছি ইসলামের পক্ষের লোকরাই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে৷’

বুধবার (২০ আগস্ট) বিকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্রকাঠামো ও আইনি সংস্কারের কিছুটা অগ্রগতি হলেও রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসেনি। চাঁদাবাজি, সন্ত্রাস, এমনকি রাজনৈতিক পরিচয়ে ধর্ষণের মতো অপরাধও বেড়েছে।

তিনি বলেন, মিটফোর্ট হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের প্রতিবাদ জনতার স্বাভাবিক প্রতিক্রিয়া হলেও তা রাজনৈতিক ইস্যু বানিয়ে আড়াল করা হয়েছে। এসব অপরাধের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা তাদের বহিষ্কারের সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে। তাই বিএনপিকে দায় নিতে হবে এবং ভেতরের অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

পীর চরমোনাই বলেন, ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অস্থিতিশীল করে রেখেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের সময় শিষ্টাচার মানা জরুরি, কারণ কোনো অবস্থাতেই ফ্যাসিবাদকে ফের সুযোগ দেওয়া যাবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না; গঠিত হবে জবাবদিহিতামূলক সরকার। এতে ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। ফলে অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

ফেনীর জনগণের দুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেন, নদী ভাঙন, বন্যা ও পরিবেশগত অস্থিরতায় মানুষ কষ্ট পাচ্ছে। টেকসই ও বিজ্ঞানভিত্তিক বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন জরুরি।

গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, আলহাজ্ব জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুইঁয়া, ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাইফ উদ্দিন শিপন, জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনসমূহের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন