ডার্ক মোড
Wednesday, 02 July 2025
ePaper   
Logo
জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম বোচাগঞ্জের সোহানা

জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম বোচাগঞ্জের সোহানা

 

দিনাজপুর প্রতিনিধি 
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ক্রীড়া ইভেন্টে ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শিক্ষার্থী সোহানা।
 
সোহানা দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
 
সোহানা প্রথমে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে।
 
এই অর্জনে এলাকাবাসীর উদ্যোগে সোমবার (২৬ মে) সোহানাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
 
সোহানা বলেন, আমি আল্লাহর অশেষ রহমতে ও বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছি। সামনে সবার দোয়া ও সহযোগিতা পেলে দেশের জন্য আরও বড় কিছু করার চেষ্টা করব।
 
সোহানার বাবা মো. সাইফুল ইসলাম বলেন, আমি যখন প্রথম শুনি আমার মেয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। একথা শুনে আমি অনেক আনন্দিত হয়েছি।  আমার মেয়ে খুব ভাগ্যবতী। আমার মেয়ে যেন আরও সামনে এগিয়ে যেতে পারে, আপনারা সবাই দোয়া করবেন। আমার মেয়ে যেন এই গর্ব ধরে রাখতে পারে এবং আরও এগিয়ে যেতে পারে।
 
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ববি বলেন, সোহানার এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সোহানার এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, বরং পুরো বোচাগঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনের জন্য এক গৌরবময় অধ্যায়।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক বলেন, সোহানা উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। এজন্য আমিসহ বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার সোহানার জন্য গর্বিত। আমি সোহানার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন