ডার্ক মোড
Friday, 22 August 2025
ePaper   
Logo
জলাবদ্ধতা নিরসনে বেগমগঞ্জে ১৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

জলাবদ্ধতা নিরসনে বেগমগঞ্জে ১৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

 
 
বি. চৌধুরী তুহিন, নোয়াখালী 
 
নোয়াখালীর বেগমগঞ্জ ও চৌমুহনী পৌরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার, পুনরুদ্ধার ও খনন প্রকল্পে বরাদ্দ হয়েছে ১৫ কোটি টাকা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের উদ্যোগে এ প্রকল্প অনুমোদন পায়।
 
বুধবার (২০ আগস্ট) ইউএনও আরিফুর রহমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বেগমগঞ্জের জলাবদ্ধতা, সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি ও বিলুপ্ত খাল উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
 
পরিবেশ উপদেষ্টা ইউএনওর উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে তাঁর সন্তুষ্ট মনোভাব থেকে প্রতীয়মান হয়, বেগমগঞ্জের চলমান উদ্যোগগুলোতে সরকারের ইতিবাচক সাড়া মিলবে।
 
স্থানীয়রা জানান, প্রশাসনের কার্যকর পদক্ষেপ, জনপ্রতিনিধিদের সহযোগিতা ও সরকারের আন্তরিক প্রচেষ্টায় শিগগিরই জলাবদ্ধতামুক্ত সুন্দর বেগমগঞ্জ ও চৌমুহনী উপহার পাবে জনগণ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন