
চট্টগ্রামের ভাটিয়ারীতে ১২ শত পিস ইয়াবাসহ ১ জন আটক
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের ভাটিয়ারীতে মঙ্গলবার ৬ লক্ষ টাকা মূল্যের ১২ শত পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী তাবাকু খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়কালে ১ জন মাদক কারবারীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ৬ লক্ষ টাকা মূল্যের ১২ শত পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক কারবারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।