
পটুয়াখালীতে সাংবাদিকের ভাই'র জানাজায় মানুষের ঢল
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় ক্যন্সারে আক্রান্ত হয়ে পল্লীবিদ্যুৎ সমিতির দশমিনা সাব জোনাল অফিসের সভাপতি ও দশমিনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ মোল্লার বড় ভাই শফিকুল ইসলাম মোল্লার জানাজায় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা সম্পন্ন হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ক্যন্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে মৃত্যু বরন করেন। পরে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে সোমবার বিকালে দশমিনায় নিয়ে আসে। নিহত শফিকুল ইসলাম দশমিনা সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত্যু আব্দুল কাদের মোল্লার মেজ ছেলে ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৪ বছর। তিনি মা, চার ভাই, দুইবোন স্ত্রী ও এককন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। এরপরে মঙ্গলবার সকাল ১০টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে নিহতের পরিবার জানান।
জানাজায় সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন