ডার্ক মোড
Tuesday, 22 July 2025
ePaper   
Logo
কুষ্টিয়া জেলার সব থানায় একযোগে চালু হলো অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা

কুষ্টিয়া জেলার সব থানায় একযোগে চালু হলো অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা

বেলাল হোসাইন ,কুষ্টিয়া 

কুষ্টিয়া জেলার সব থানায় একযোগে চালু হলো অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা। রোববার রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।


এখন থেকে জেলার নাগরিকরা ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহার করে সাধারণ ডায়েরি করতে পারবেন। শুধু ‘Online GD’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই পাওয়া যাবে এই সেবা।


পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শুধু মাঠেই নয়, প্রযুক্তিতেও এগিয়ে যাচ্ছি। অনলাইন জিডি সেই যাত্রারই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি জনগণের বহুদিনের দাবি ছিল।”


এই উদ্যোগের ফলে চুরি, প্রতারণা, হারানো কাগজপত্র বা নিখোঁজ সংক্রান্ত তথ্য এখন সহজেই অনলাইনে লিপিবদ্ধ করা যাবে। আগে এসব ডায়েরি করতে থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, এখন সেই ভোগান্তি দূর হবে।


পুলিশ মিডিয়া সেল, কুষ্টিয়া জানায়, ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশি সেবার ডিজিটালাইজেশনের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে।


একজন সেবাগ্রহীতা জানান,“আগে থানায় যেতে ভয় লাগত। এখন বাসায় বসেই জিডি করা যাচ্ছে—এটা সত্যিই অনেক বড় পরিবর্তন।”


সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন জিডি সেবা শুধু নাগরিক সুরক্ষা নয়, পুলিশের তদন্ত প্রক্রিয়াও আরও আধুনিক ও কার্যকর করে তুলবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন