ডার্ক মোড
Thursday, 21 August 2025
ePaper   
Logo
কাপাসিয়ায় মৎস্য সপ্তাহ পালিত

কাপাসিয়ায় মৎস্য সপ্তাহ পালিত

  কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

 "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় যথাযথ ভাবে "জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫" পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

 

উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আশরাফুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ছোঁয়া হ্যাচারি লিমিটেডের ম্যানেজার ড. রফিকুর রহমান, মৎস্য খামারী আ ন ম সফিকুল ইসলাম জ্যাকি প্রমুখ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মোহাম্মদ মহিবুর রহমান, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, জনতা ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসান প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক সংখ্যক মৎস্য খামারীদের উপস্থিতিইতে মৎস্য খাদ্য উৎপাদন ও মৎস্য চাষে সাফল্য অর্জন করার জন্য উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামের ছোঁয়া এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ টিপু সুলতান, তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামের মেসার্স জ্যাকি মৎস্য খামারের ব্যবস্থাপনা পরিচালক আ ন ম সফিকুল ইসলাম জ্যাকি এবং দূর্গাপুর ইউনিয়নের রাওনাট গ্রামের মৎস্য খামারী মোঃ ইসমাইল হোসেনকে আনুষ্ঠানিক ভাবে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

 

উল্লেখ্য, ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ দেশব্যাপী যথাযথ ভাবে পালিত হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন