ডার্ক মোড
Saturday, 23 August 2025
ePaper   
Logo
কলাপাড়ায় ভারী বর্ষণে কর্মহীন হয়ে পড়েছে শতশত শ্রমজীবি মানুষ

কলাপাড়ায় ভারী বর্ষণে কর্মহীন হয়ে পড়েছে শতশত শ্রমজীবি মানুষ

 
 
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় টানা চারদিনের বিরামহীন ভারী বর্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতশত শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পানিতে ডুবে গেছে আমন ক্ষেত, খাল, বিল।
 
শ্রমজীবি এসব মানুষদের অধিকাংশই রিক্সা, ভ্যান চালকের পাশাপাশি ক্ষেতে খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছে। এসব শ্রমিকদের প্রতিদিনের উপার্জনে মূলত তাদের সংসার চালাতে হয়। অতিবৃষ্টিতে মানুষ যেমন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না, তেমনি শ্রমিকরাও কাজ না পেয়ে কর্মহীন হয়ে পড়েছে। 
 
মো.সালাম নামেল এক রিক্সাচালক বলেন, 'বুধ এবং বৃহস্পতিবার রিক্সাচালিয়ে যে টাকা পেয়েছি তা মালিকের ভাড়ার পয়সাও হয় নাই। শুক্র, শনিবার বাড়ীতেই বেকার বসে আছি।'
 
অপর এক রিক্সাচালক মো. মোকলেছুর রহমান বলেন, 'এ রকম বৃষ্টি জীবনে এই প্রথম দেখলাম, চারদিনের এ বৃষ্টিতে ৪শ' টাকাও ইনকাম হয়নি। অথচ চার সদস্যে'র সংসারে প্রতিদিন কমপক্ষে ৪'শ টাকা খরচ আছে।'
 
ভ্যান চালক সোলায়মান বলেন, 'খোলা ভ্যানে যখন যা পাই, তাই সরবরাহ করি। চারদিন টানা বৃষ্টির কারনে কোন কাজ না পেয়ে বেকার হয়ে পড়েছি বলে তিনি উল্লেখ করেন।'
 
এদিকে টানা চারদিনের বৃষ্টি এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্য'র দেখা মেলেনি। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন