ডার্ক মোড
Thursday, 21 August 2025
ePaper   
Logo
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী

আসাদুল্লাহ মাসুম কাপাসিয়া উপজেলা প্রতিনিধিঃ 
 
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) তার ৫০ বছরের দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যানের আলোকে সবুজ, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ২১ আগস্ট (বৃহস্পতিবার) "বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫" পালন করেছে। র‍্যালি শেষে নতুন কৃষি অনুষদ সংলগ্ন স্থানে একটি বকুল গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য জিকেএম মোস্তাফিজুর রহমান।
 
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের বৃহৎ অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে নতুন কৃষি অনুষদ ভবন চত্বরে গিয়ে শেষ হয়। 
 
 
 
 এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধাসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বৃক্ষরোপণ শেষ করে এ কর্মসূচির উপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ড. আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার এবং পরিচালকবৃন্দ।
 
ভিসি বক্তব্যে প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং মানবকুলের জন্য বৃক্ষের বহুমুখী প্রয়োজনীয়তা ও অবদানের কথা তুলে ধরেন। পরে ক্রমবর্ধমান জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বৃক্ষের কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের মহাপরিকল্পনার আওতায় পরিবেশবান্ধব অবকাঠামো, সবুজায়ন  এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। "বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫" সেই বৃহৎ স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’’ উপাচার্য আরো বলেন, ‘‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান, আর সেই প্রাণের গভীরে প্রকৃতির অবিচ্ছেদ্য সংযোগ থাকা আবশ্যক।” সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে এ কর্মসূচির সমাপ্তি ঘটে। শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ সচেতনতামূলক প্রচারপত্র ও বৃক্ষরোপণ বিষয়ক নির্দেশিকা বিতরণ করা হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আবারও তার দায়িত্বশীল, ভবিষ্যতমুখী ও পরিবেশবান্ধব চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন