ডার্ক মোড
Wednesday, 01 May 2024
ePaper   
Logo
৪১তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ২৪৫৩ জন, বাদ পড়লেন ৬৭ জন

৪১তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ২৪৫৩ জন, বাদ পড়লেন ৬৭ জন

নিজস্ব প্রতিবেদক

৪১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সুপারিশ পাওয়া ২ হাজার ৪৫৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত শর্ত মেনে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৮ এপ্রিল সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগ দিতে হবে।

৪১তম বিসিএসে নিয়োগ দিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২ হাজার ৫২০ জনের নাম সুপারিশ করেছিল। সেখান থেকে এই তালিকায় নিয়োগ পাননি ৬৭ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন।

লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ১৫ হাজার খাতায় ২০ শতাংশ নম্বরের গরমিল পাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হয়। গরমিল হওয়া খাতাগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষে ভাইভা শুরু হয়। সকল প্রক্রিয়া শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হয় ২০২৩ সালের ২৭ নভেম্বর।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন