
২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে বেতন -বোনাস পরিশোধের দাবি ডিইউজে’র
নিজস্ব প্রতিবেদক
আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা (বকেয়া বেতনসহ) ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার (১২ মার্চ ২০২৫) এক বিবৃতিতে ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন যথাযথ কর্তৃপক্ষের প্রতি এ আহবান জানান।
বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন ভাতা ও ঈদ বোনাস অবশ্যই পরিশোধ করতে হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঈদের মতো আনন্দদায়ক একটি উৎসব উদযাপন করতে মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ডিইউজে’র দাবি অনুযায়ী ন্যায্য পাওনা পরিশোধ করবেন।
বিবৃতিতে ডেইলি বাংলাদেশ পোস্টসহ কয়েকটি পত্রিকায় বেতন আটকে থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া এইচআরসি গ্রæপের মালিকানাধীন দৈনিক যায়যায়দিন, দৈনিক সংবাদ, দৈনিক ভোরের পাতাসহ বিভিন্ন পত্রিকা এবং একাধিক মিডিয়ায় বকেয়া বেতন, চলতি মাসের বেতনসহ ঈদ বোনাস পরিষদের দাবি জানানো হয়।
বিবৃতিতে ডিইউজে’র পক্ষ থেকে নিন্দা প্রকাশ করে বলা হয়, দৈনিক যায়যায়দিনসহ বেশ কয়েকটি পত্রিকা এবং সংবাদমাধ্যমে কর্মরতদের বছরের পর বছর বোনাস দেওয়া হয় না। যা অত্যন্ত অযৌক্তিক এবং উদ্বেগজনক। এ ধরনের সংবাদ মাধ্যমগুলো লাভজনক হলেও কর্মরতদের কোনো সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয় না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন বেতন বকেয়া রাখা সাংবাদিক-শ্রমিক শোষণের নামান্তর। তাই যেসব সংবাদপত্র, টিভি চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমে বকেয়া বেতন রয়েছে, অবিলম্বে তা পরিশোধ করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এসব বিষয় পর্যালোচনাপূর্বক দায়ীদের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।