ডার্ক মোড
Monday, 21 April 2025
ePaper   
Logo
১৩ জুনের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি ডিইউজে’র

১৩ জুনের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি ডিইউজে’র

নিজস্ব প্রতিবেদক

বৃহষ্পতিবার (১৩ জুনের) মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা (বকেয়া বেতনসহ), ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

নেতৃবৃন্দ এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য তথ্য মন্ত্রণালয়, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরসহ (ডিএফপি) সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

সোমবার (১০ জুন) সংগঠনের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এ আহবান জানান।

তারা আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক- কর্মচারীদের অবশ্যই বেতন-ভাতা ও ঈদবোনাস পরিশোধ করতে হবে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন ঈদের মতো আন্দনদায়ক একটি উৎসবে মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক- কর্মচারীদের ডিইউজের দাবি অনুযায়ী ন্যায্য পাওনা পরিশোধ করবেন।

এ ব্যাপারে কোন ধরনের শৈথিল্য সহ্য করা হবে না। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোন পথ খোলা থাকবে না।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন