ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
হারিয়ে যাওয়া একটি রেলপথের গল্প: ভুরুঙ্গামারী রেলওয়ে স্টেশন

হারিয়ে যাওয়া একটি রেলপথের গল্প: ভুরুঙ্গামারী রেলওয়ে স্টেশন

ফারুক আহমেদ

ব্রিটিশ শাসন আমলে ১৮৮৭-১৯৮৮ সালে লালমনিরহাট থেকে ভারতের মনিপুরী রাজ্যে যাওয়ার জন্য গোলকগঞ্জ হয়ে গোয়াহাটি পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ নির্মাণ করেন ইংরেজ সৈন্যদের এবং রসদ নিয়ে চলাচলের জন্য । লালমনিরহাট থেকে মোগল হাট, গীতালদহ, আবুতারা, বামন হাট, ভুরুঙ্গামারি, পাটেশ্বরী, সোনাতলা এবং গোলকগঞ্জ এই ক'য়টি রেলওয়ে স্টেশন ছিল ।


গোলকগঞ্জ ছিল জংশন স্টেশন । ১৯৪৮ সালে পরবর্তী দেশ ভাগের পর ভারত পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় । তখন এই পথটি মোগল হাটের পর গীতালদহ, আবুতারা, বামন হাট অংশ ভারতের সীমানায় পড়ে । বাংলাদেশের সীমানায় ভুরুঙ্গামারি ও পাটেশ্বরী নামে স্টেশন পার হয়ে ভারতের সীমানায় সোনাতলা ও গোলকগঞ্জ রেলওয়ে স্টেশন পড়ে ।


এই পথটিতে ১৯৬৫ সাল পর্যন্ত ট্রেন চলাচল করতো । কিন্তু মোগল হাট এর ধরলা নদীর উপর রেলওয়ে ব্রীজটি বন্যায় দু'পাশে মাটি সরে গেলে এই পথের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় । তখন মোগল হাট পর্যন্ত ট্রেন চলাচল করত । ১৯৯৬ সাল থেকে লোকসানের অজুহাতে এই পথে ট্রেন চলাচল পুরোপুরী বন্ধ হয়ে যায় । ভারত তাদের সীমানা দিয়ে নতুন করে রেলপথ চালু করলেও অযত্নে আর আবহেলায় পড়ে আছে ভুরুঙ্গামারীর রেলপথটি ।


কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা সদর থেকে ৫-৬ কিঃ মিঃ পূর্ব দিকে পাইকের ছড়া ইউনিয়নে হারিয়ে যাওয়া এই রেলপথের একটি স্মৃতি চিহ্ন এখনও আছে । সেটি সোনাহাট রেলওয়ে ব্রীজ । এই ব্রীজটি প্রায় ১২০০ ফুট লম্বা ।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এই ব্রীজের একটি অংশ ভেঙ্গে দেয় পাকিস্তানী সৈন্যদের চলাচলের বাধা সৃষ্টি করতে । পরবর্তীকালে তা প্রেসিডেন্ট এরশাদ সরকারের আমলে কচাকাটার কৃতি সন্তান জাতীয় পার্টির সাংসদ সদস্য মরহুম আ,খ,ম, শহীদুল ইসলাম বাচ্চুর সময়ে তা আবারও সেই ব্রীজটির মেরামত করা হয় । এই ব্রীজটি দুধকুমর নদীর উপর নির্মিত । বর্তমানে এটি এখন সাধারন ব্রীজের মতোই ব্যবহৃত হচ্ছে । এলাকার সাধারণ মানুষ প্রতিদিন তাদের দৈনন্দিন কাজে এই ব্রীজটি দিয়ে যাতায়াত করছেন ।


পরিশেষেঃ সোনাহাট রেলওয়ে ব্রীজ এবং ভুরুঙ্গামারী রেলওয় স্টেশন আমাদের স্বাধীন বাংলাদেশের, বাংলাদেশ রেলওয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং একটি মূল্যবান সম্পদ । সময় পেলে অবশ্যই ঘুরে আসতে পারেন এখান থেকে । এই তথ্য গুলোর বাহিরে আরও অজান অনেক তথ্য থাকতে পারে । ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । কোন সংযোজন বা বিয়োজন করতে হলে দয়া করে কমেন্টস বক্সে জানাবেন । সবাইকে অনেক ধন্যবাদ...

Credit_Shariar_Mahamud_Kabbo
ফারুক_আহমেদ
ইডিসিএল

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন