ডার্ক মোড
Sunday, 11 May 2025
ePaper   
Logo
হলিউড কাঁপানো ফ্যাশন ডিজাইনার রোহিত বল আইসিইউতে

হলিউড কাঁপানো ফ্যাশন ডিজাইনার রোহিত বল আইসিইউতে

বিনোদন ডেস্ক

হলিউড কাঁপানো ফ্যাশন ডিজাইনার রোহিত বলকে ভারতের গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) এ খবর জানা গেছে।

আরও জানা গেছে, আগে থেকেই তার হৃদরোগ রয়েছে। ২০১০ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার ইমারজেন্সি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল।

বলকে গত বছরের নভেম্বরে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তার দীর্ঘদিনের বন্ধু অর্জুন রামপাল তাকে দেখতে গিয়েছিলেন বলে জানা যায়। তিনি প্যানক্রিয়াটাইটিসেও ভুগছিলেন। এ বছরের শুরুর দিকে চিকিৎসার জন্য তাকেও একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রোহিত বল মূলত কাশ্মিরের বাসিন্দা। বর্তমানে তিনি ভারতের অন্যতম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার।

সেন্ট স্টিফেন কলেজ থেকে তিনি স্নাতক পাস করেন। এছাড়াও তিনি দিল্লির এনআইএফটি থেকে ফ্যাশন ডিজাইনিং শিখেছেন। পামেলা অ্যান্ডারসন, উমা থুরম্যান, সিন্ডি ক্রফোর্ড এবং নাওমি ক্যাম্পবেলের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিরা তার ডিজাইন করা পোশাক পরেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন