স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগমনের পূর্বে তিনি সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান।
মত বিনিময় সভার শুরুতেই জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও দপ্তর সংস্থার প্রধানগণ তাঁকে স্বাগত জানান। সভায় কর্মকর্তাগণের পরিচিতি পর্বের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা মহোদয়কে অবহিত করা হয়। তারপর মাননীয় উপদেষ্টা মহোদয় মন্ত্রণালয়ের কর্মকর্তাগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাননীয় উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আমাদের প্রথম অগ্রাধিকার হলো দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনা।’
মতবিনিময় সভা শেষে মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
মতবিনিময় সভায় সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব মশিউর রহমান; জননিরাপত্তা বিভাগের সচিব জনাব জাহাংগীর হোসেন; বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ ময়নুল ইসলাম এনডিসি; মহাপরিচালক বাংলাদেশ বর্ডার গার্ড, মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড, মহাপরিচালক পাসপোর্ট ও ইমিগ্রেসন অধিদপ্তর; মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স; মহাপরিচালক মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; আইজি প্রিজনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।