ডার্ক মোড
Friday, 03 January 2025
ePaper   
Logo
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করলো গ্রামীণফোন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করলো গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো গ্রাহকদের সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় মাইজিপি অ্যাপের মাধ্যমে সহজেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সেবা প্রদান করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করলো দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন। নতুন এই উদ্যোগ দেশের ডিজিটাল ব্যাংকিং খাতের অভিজ্ঞতাকে রূপান্তরিত করবে যার ফলে গ্রাহকরা তাদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা সুবিধা উপভোগ করতে পারবেন হাতের মুঠোয়।

গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দক্ষতার সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন এই পার্টনারশিপ; যাতে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হয়। এর ফলে গ্রাহকদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া স্ট্রিমলাইন হবে এবং সেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে; পাশাপাশি থাকছে সমন্বিত উদ্ভাবনী আইসিটি সল্যুশন ও উন্নত সেবার নিশ্চয়তা।

ঢাকার জিপি হাউসে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব চুক্তিটি সই করেন। এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর অব এমপ্লয়ি ব্যাংকিং সাব্বির আহমেদ, হেড অব আনসিকিউরড প্রোডাক্ট (সিসিপিএল) তৌফিক ইমাম, ডিরেক্টর অব পার্সোনাল ব্যাংকিং রুদাবা মুর্তাজা এবং হেড অব কনজ্যুমার ডিপোজিটস নাভিদ হাসান উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ডিজিটাল অফিসার (সিডিও) সোলায়মান আলম এবং ডিরেক্টর ও হেড অব লার্জ অ্যাকাউন্টস এম. শাওন আজাদ ।

এই পার্টনারশিপ নিয়ে উৎসাহ প্রকাশ করে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ বলেন, “ডিজিটাল সেবা আরো উন্নত করতে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে এই উদ্যোগ আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। গ্রামীণফোনের মাইজিপি অ্যাপে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সেবা যুক্ত করে ব্যাংকিং প্রক্রিয়াগুলো সহজ হবে যার ফলশ্রুতিতে আমরা আমাদের গ্রাহকদের জন্য আরও দ্রুত, নিরাপদ ও ব্যবহার-বান্ধব ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবো। ফলে গ্রাহকরা আরও স্বাচ্ছন্দ্যে ও সুবিধামতো তাদের আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারবেন।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক’র ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব বলেন, “ব্যাংকিং জগতে সবসময় উদ্ভাবনী সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে গ্রামীণফোনের সাথে আমাদের যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই পার্টনারশিপ। একসাথে, গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছি আমরা।”

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন