ডার্ক মোড
Friday, 03 January 2025
ePaper   
Logo
সোমবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

সোমবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

জবি প্রতিনিধি

সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবি ও ইউজিসির আবাসিক হলে সিট না পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি বিষয়ক পাইলট প্রজেক্টে ঢাবির পাশাপাশি জবিকেও যুক্ত করার দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি দেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আগামী সোমবার ( ১১ নভেম্বর) শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে এ পদযাত্রা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনের মুখপাত্র ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান।

তিনি বলেন, ইউজিসির সাম্প্রতিক প্রজেক্ট আবারও মনে করিয়ে দিচ্ছে যে জবিয়ানরা সবসময়ই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্যের শিকার। আমরা সোমবার শিক্ষা মন্ত্রনালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি দিয়েছি। আশা করি এই কর্মসূচির মাধ্যমে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে।

এই শিক্ষার্থী আরো বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের দাবি আদায়ের জন্য প্রয়োজন হলে ক্লাস-পরীক্ষা স্থগিতসহ মন্ত্রণালয় ঘেরাওয়ের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশরাফ আরফিন বলেন, আমরা আমাদের অধিকারের আদায় করব। হল ছাড়া একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চলতে পারে না। আমাদের জবি আছে, টাকা আছে, এখন আমরা দ্রুত নতুন ক্যাম্পাস চাই, হল চাই। নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেব।

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে- সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন