
সোনাগাজীতে অস্ত্র ও মাদকসহ তাঁতী দল নেতা গ্রেফতার
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে অস্ত্র ও মাদক সহ উপজেলা তাঁতী দলের যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান ওরফে আব্দুল হক নোমান(৪২) কে বৃহস্পতিবার(১৩ মার্চ) রাতে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃধা বাড়ীর সালেহ আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাগাজী থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নোমানকে গ্রেফতার করে। এসময় তার বসতঘর তল্লাশী করে আইপিএসের সার্কিট বোর্ডের পিছন থেকে তিনটি কার্তুজ, এগারোটি বিস্ফোরকদ্রব্য (পটকা) এবং পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরো জানায়, নোমানের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানা, ফেনী সদর থানা, চট্টগ্রাম এবং ভোলা সহ দেশের বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা এবং একটি ডাকাতির প্রস্তুতি মামলা আছে।
সোনাগাজী উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আবদুল্যাহ আল আমিন বলেন, উপজেলা সমবায় দলের আহ্বয়াক সালাহ উদ্দিন আকবরের সাথে বিরোধের জেরে নোমানকে ষড়যন্ত্র মুলক মামলায় ফাঁসানো হয়েছে। নোমানের কাছ থেকে পুলিশ কিছুই পায়নি বলেও তার পক্ষে সাফাই গায় আল আমিন।
দেশের বিভিন্ন থানার মাদক ও ডাকাতির মামলার আসামীর পক্ষে সাফাই গাওয়ার বিষয়ে প্রতিবেদক জানতে চাইলে কৌশলে আগের অবস্থান থেকে সরে এসে আল আমিন বলেন, ব্যক্তির অপরাধের দায় সংগঠন নিবে না। আমরা জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে অপরাধ প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন বলেন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক উপাদানাবলী আইনে পৃথক দুটি মামলা রুজু পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়।