
পত্নীতলায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে স্থানীয়ভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা কাজী আকতার হোসেন তারা, নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, থানা অফিসার ইনচার্জ শাহ্ মোঃ এনায়েতুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, জুলাই গণ-অদ্ভূত্থানের স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যাংক, বীমা, এনজিও, গণমাধ্যমকর্মি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ প্রমূখ।