ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
সৃজিতের ঘরোয়া আড্ডার মধ্যমণি সাপ

সৃজিতের ঘরোয়া আড্ডার মধ্যমণি সাপ

বিনোদন ডেস্ক

কুকুর, বিড়াল রেখে সাপ পুষছেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি। তাও আবার যাই তাই সাপ না, একদম জাত পাইথন! সৃজিতের এই সাপ পোষার খবর অবশ্য নতুন নয়। অনেকেই জানেন, সাপ কতটা ভালোবাসেন সৃজিত। বাড়ি তো বটেই, বিছানায়ও সাপ তোলেন; কখনও গলায় জড়িয়ে ঘোরেন, আবার কখনও সাপের মাথায় চুমু দিয়ে বিষকন্যার ওপর ভালোবাসার বহিঃপ্রকাশও ঘটান সৃজিত মুখার্জি।

এবার পরিচালকের বাড়িতে অতিথিদের মধ্যমণি হয়ে উঠেছে তার পোষ্যগুলো। সম্প্রতিই সৃজিতের বাড়িতে আড্ডা দিতে যান টালিউডের একঝাঁক তারকা। সেখানে ছিলেন সংগীতশিল্পী অনুপম রায়, তার স্ত্রী প্রশ্মিতা পাল, গায়ক অনিন্দ্য চ্যাটার্জি, জয় সরকার ও নির্মাতা শ্রীজাত।

সেখানে একফ্রেমে সকলে ধরা দেন। সৃজিতের বাসায় যে সেদিন সন্ধ্যায় জমপেশ একটা গানের মজমা বসেছিল, তা বুঝতে বাকি নেই শ্রীজাতের পোস্ট দেখার পর। আর সেই আড্ডাতেই সৃজিতের সাপ হাতে নিয়ে আদুরে পোজ দিলেন শ্রীজাত। এত কোমল হাতে ধরেছেন যেন, যেন নিজের সন্তানকে ধরেছেন নির্মাতা। ভয় তো নেই, বরং হাসিমুখেই ছবি তুলেছেন।

সঙ্গে একটি মজার ক্যাপশনও যোগ করেন শ্রীজাত। লিখলেন, ‘সাপে বর ও সাপমোচন’। সাপসূত্র- সৃজিত মুখোপাধ্যায়।’ আর এই এক ছোবলে ছবির নেপথ্যে কে? অনিন্দ্য চট্টোপাধ্যায়।

শ্রীজাতের এই পোস্ট দেখেই নেটমাধ্যমে শোরগোল পড়ে যায় অনুরাগীদের। অনেকে সৃজিতের সাপের কথা জানতে চেয়ে লিখেছেন- ‘বাকিগুলো কোথায়?’ শ্রীজাত জানালেন ঘুমাচ্ছে। সৃজিতের অন্দরমহলের এই আড্ডার ছবি দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত। আসলে পরিচালক-অভিনেতার পোষ্য সাপেদের নিয়েই কৌতূহলের অন্ত নেই নেটিজেনদের।

সৃজিতের নাকি দীর্ঘদিনের শখ ছিল সাপ পোষার। সেই ইচ্ছেই পূরণ করেছেন পরিচালক। বন দপ্তর থেকে যাবতীয় অনুমতি নিয়ে এবং নথিপত্র যোগার করে আমাজন থেকে আনা পাইথনকে বাড়িতে স্বাগত জানিয়েছেন তিনি। তাদের মধ্যে উলুপি একেবারে সুপারহিট! এর আগে পরিচালক জানিয়েছিলেন, পাইথন পোষার জন্য বন দপ্তরের তরফে যাবতীয় যা অনুমোদন প্রয়োজন, সেগুলোর সবটাই রয়েছে তার কাছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন