ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
সিংড়ায় জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সিংড়ায় জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সকল ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় চৌগ্রাম কলেজ মাঠ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির কাহহার সিদ্দিক কামরুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

এসময় আরো বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ.ব.ম. আমান উল্লাহ্, সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ,, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম, উপজেলা সভাপতি মো. ইমরান হোসেন, শিবির নেতা আব্দুর রহমান, মাহমুদুল হাসান, বেলাল হোসেন, হুজাইফা শেখ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, পৌর জামায়াতের নায়েবের আমির মাওলানা আলী আকবর।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন