
সারাদেশে নারী ধর্ষণ, সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন
পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি
সারাদেশে নারী ধর্ষণ, সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা কমপ্লেক্সের সামনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (এসভাও) নেটওয়ার্ক-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এসভাও নেটওয়ার্কের নারী নেত্রী মাছুমা বেগম। এতে এসভাও নেটওয়ার্কের সদস্যরা ছাড়াও নারী সংগঠনের নেতৃবৃন্দ, যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্যরা, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নারীর প্রতি সহিংসতা বন্ধের জোরালো দাবি মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে প্রতিনিয়ত নারী ধর্ষণ, সহিংসতা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কলাপাড়া উপজেলাতেও সম্প্রতি এ ধরনের ঘটনার উপস্থিতি লক্ষ্য করা গেছে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে নারীদের প্রতি সহিংসতা বন্ধ হবে না।
তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে কঠোর আইন প্রয়োগ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা সারাদেশে নারী ধর্ষণ, সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।