ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
সাভারে বাস দুর্ঘটনায় পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তা নিহত

সাভারে বাস দুর্ঘটনায় পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তা নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের তিন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সাভারের বলিয়ারপুর এলাকার শ্যামলী সিএনজি প্যাম্পের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সবুর খাঁন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের তিন কর্মকর্তার নিহত হওয়ার তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা আসাদুজ্জামান।

নিহত তিন জন হলেন—প্রকৌশলী কাওছার রাব্বি, আরিফুজ্জামান ও পূজা সরকার।

পুলিশ বলছে, রাজধানী থেকে আজ রোববার সকালে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বহন করা একটি বাস সাভারে যাচ্ছিল। বলিয়ারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের ওপরে বাসটি উঠিয়ে দেন। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। ওই সময় সাভার থেকে ছেড়ে যাওয়া দ্রতগতির একটি গরুবোঝাই ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। একই সময়ে অপর একটি যাত্রীবাহী বাসও দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় ওই দুই বাস ও ট্রাকের যাত্রীরা আহত হয়।

পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রকৌশলী কাওছার রাব্বি, আরিফুজ্জামান ও পুজা সরকারকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহত তিন জনের মরদেহ উদ্ধার করেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন